শনিবার, ২১ নভেম্বর ২০১৫

ভারী যান চলাচলে কড়াকড়ি কারাগার এলাকায়।

Home Page » আজকের সকল পত্রিকা » ভারী যান চলাচলে কড়াকড়ি কারাগার এলাকায়।
শনিবার, ২১ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

শীর্ষ দুই রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মুহম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের কার্যাবলীকে কেন্দ্র করে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় ভারী যান চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শনিবার সকালে সরজমিনে দেখা যায়, পুরান ঢাকার চানখারপুল মোড় থেকে কারাগারের প্রবেশ পথ পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচলে কড়াকড়ি জারি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক। সন্দেহ হলেই তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের।

এ বিষয়ে ডিএমপি’র লালবাগ বিভাগের ডিসি মফিজ উদ্দিন বলেন, ভারী যানবাহনে কড়াকড়ি থাকলেও তিন চাকা বা দুই চাকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। নাশকতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় কারাগার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:১১   ২৪৫ বার পঠিত