শনিবার, ২১ নভেম্বর ২০১৫
প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে দুই ম্যাজিস্ট্রেট কারাগারে।
Home Page » আজকের সকল পত্রিকা » প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে দুই ম্যাজিস্ট্রেট কারাগারে।
বঙ্গ-নিউজ ডটকমঃ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। কারা সূত্রে জানা গেছে, সাকা চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবে কি না এ বিষয়ে জানতে দুইজন ম্যাজিস্ট্রেট কারাগারে প্রবেশ করেছেন। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত বুধবার সাকা চৌধুরী ও মুজাহিদের করা ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। গত বৃহস্পতিবার সেই রায়ের অনুলিপি কারাগারে পৌঁছায়। ওই রাতেই সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, সে ব্যাপারে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন। এরপর গতকাল শুক্রবার দুপুরের আগে তাদের কাছে আরো একবার এ বিষয়ে জানতে চাওয়া হয়। তখনো তারা কোনো সিদ্ধান্ত দেননি।
বাংলাদেশ সময়: ১৪:০৩:২৭ ২৫৩ বার পঠিত