শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

পুলিশের বিশেষ অভিযানে ৮ জেলায় গ্রেফতার ২৫৫

Home Page » আজকের সকল পত্রিকা » পুলিশের বিশেষ অভিযানে ৮ জেলায় গ্রেফতার ২৫৫
শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫



 grefter

বঙ্গ-নিউজ ডটকমঃ

পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৫৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের ৮টি জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। যুগান্তরের বিভিন্ন জেলা ও ব্যুরো অফিস এসব তথ্য জানায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যশোর থেকে ৮০ এবং রংপুর থেকে বিএনপি জামায়াতের ৬৮জন নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর থেকে ৩৮ এবং ঝিনাইদহ থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মাগুড়া থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় যৌথ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালায় পুলিশ, র‍্যাব ও বিজিবি। গ্রেফতার হওয়া হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন জামায়াত-শিবিরের কর্মী। বাকি ২১ জন বিভিন্ন নিয়মিত মামলার আসামি। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বুধবার ভোর সকাল পর্যন্ত পৃথক অভিযানের তাদেরকে গ্রেফতার করা হয়। রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারীতে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় ৮ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় রৌমারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রৌমারী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এ বৈঠক করে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশ বিষয়টি টের পেয়ে হাতেনাতে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৯   ২৫০ বার পঠিত