শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

প্রীতিব্রত-এর কবিতা

Home Page » সাহিত্য » প্রীতিব্রত-এর কবিতা
শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫



Untitled-1 copyবঙ্গনিউজ ডটকমঃ

(অপহৃত কবি জাকির হোসেন মুন্না)

চরণ

সারা জাহানে অাছে আমার অনেক ঠাই,
কিন্তু তোমার চরণ তলে যে সুখ পাই।
হি প্রিয়তম! সে সুখ কোথাও নাই।
তাইতো নিশি-দিন করি চরণ ঋণ।
নিখিলে কোথাও সুখ নাই, যেথায় যাই
তব চরণবিহীন।

এই যে আমার তৃষিত অরুণ আঁখি,
তোমার সুন্দর পানে অনিমেষ রাখি
তোমার চরণ ধুলা সুরমা করে মাখি।
অবাক জাগরণে ও বিভোর স্বপনে
তাইতো সদা তোমায় দেখতে থাকি-
আমার মন-নয়নে।

তোমার চরণ আমার মাথার মুকুট
আমার সর্ব দেহে আজি ফুটে উঠুক
ভক্তি-প্রীতির গোলাপ লাল-টুকটুক।
মহা আনন্দে উৎসব গীত ও ছন্দে।
সে সোভা দেখে ধরা হোক উল্লাসে উন্মুখ-
মিলে মিশে হীন দ্বন্দ্বে
প্রিয়তম! তোমার ঐ চরণ পরশে
নয়ন আমার ডুবে অবাধ বরষে,
যতো পাপ আমার ক্ষয়ে যায় হরষে।
মধু স্বপ্ন আবেগে গভীর অনুরাগে
হারাই তব চরণে মিলন-বিলাসে।
প্রাণে আরো প্রেম জাগে।

হে চিরকালের প্রিয়তম! ত্রি-জগতে
আমারে বঞ্চিত করোনা কবু কোন মতে
স্বর্গ সুখের তোমার রাঙা চরণ হতে।
যদিও পাপ করি ভ্রমে ডুবে মরি,
আমায় রেখো দয়া করে ঐ চরণেতে;
হে মোর অন্তর-হরি॥
মিলন তৃষ্ণা

তুমি অতল জল
আর আমি অনল,
মম সত্তা জুড়ে তব মিলন তৃষ্ণা প্রবল।

ওগো শীতল?
অভাগারে গ্রহণ করো তোমার মতো করে,
তোমাতে বাঁচবো আমি অাপন মরণ মরে।
তোমারই রূপে রূপী হবো অবিকল।

ওগো পরিমল!
আপন স্বভাব আর গুণ সব ছেড়ে আমি,
তোমার শ্রী গুণে গুণী হবো,- হে আমার স্বামী!
তোমাতেই করবো তনু মন বদল।

ওগো নির্মল!
চির আমর হবো তোমাতে আপনারে সপে
তোমার রূপ ধ্যান করে, তোমার নাম যপে,
হৃদয়ে ফলবে তব প্রণয় ফসল।

ওগো শ্যামল!
শত ওষ্ঠে হাসবো, দুই নয়নে জল লয়ে,
ভাসবো তব প্রেম স্রোতে, দুঃখ রবে হৃদয়ে।
তবু আমার স্বর্গ তব চরণ তল।

ওগো কোমল!
আমি আর কতোকাল এরূপ জ্বলবো একা,
তোমাতে ডুবে কবে পাবো অসীমের দেখা।
সেই দিন নকল ছেড়ে হবো আসল।

হে সঞ্জীবনী! আমারে বানাও শীতল জল,
ভুলবো আমায় আমি, ভুলবো ক্ষত ভূতল॥
ইচ্ছা

সখি, তোমার ফুল হবার ইচ্ছা আর
আমার ইচ্ছা ভ্রমর হবার,
দুই বাসনা যুগ-যুগ ধরে একই সঙ্গে
মিশে আছে মন ও অঙ্গে

আমি দোলনা হয়ে দুলছি ডালে,
তুমি দোলনায় বসে মন রাঙালে
আমার মনের রঙ্গে।
আমি ঢেউ হয়ে বইছি নদীর বুকে
তুমি মলয় হয়ে বইছো প্রণয় পুলকে-
ঢেউ এখন তুঙ্গে।

তুমি চাঁদ হয়ে সুদীপ্ত নয়নে,

বাংলাদেশ সময়: ১১:৪৪:০৮   ৩৩৪ বার পঠিত