বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
সাকা চৌধুরীর রিভিউয়ের রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতিরা, মুজাহিদের প্রক্রিয়াধীন
Home Page » আজকের সকল পত্রিকা » সাকা চৌধুরীর রিভিউয়ের রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতিরা, মুজাহিদের প্রক্রিয়াধীন
বঙ্গ-নিউজ ডটকমঃ
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউয়ের রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতিরা। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায়ে বিচারপতিদের স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। স্বাক্ষর হয়ে গেলে এ দুই রায় পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে। ফাঁসির দণ্ড থেকে বাঁচতে এ দুজনের কাছে এখন খোলা একটিই মাত্র পথ- তা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর তারা যদি ক্ষমা না পান তবে আইন অনুযায়ী সরকার সরকারের সিদ্ধান্ত অনুসারে যেকোনো সময় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ। গতকাল বুধবার সাকা ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই রায়ের মধ্যে দিয়ে তাদের আইনি লড়াই শেষ হয়। বৃহস্পতিবার দুপুরের দিকেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের আদেশ বা রায়ের পূর্ণাঙ্গ কপি খুব শিগগিরই প্রকাশ পাবে। তিনি আরো বলেন, ‘আরেক মামলার আসামি কাদের মোল্লার রিভিউয়ের রায়ে উল্লেখ করা আছে- যখন মৃত্যু পারোয়ানা কারাগারে যাবে রাষ্ট্র তখন থেকেই তারিখ নির্ধারণ করে রায় কার্যকরের উদ্যোগ নিতে পারবে এবং রায় কার্যকর করতে পারবে। যেহেতু সাকা-মুজাহিদের রিভিউ খারিজ হয়েছে, স্থগিতাদেশ আর নেই, সেহেতু রায় কার্যকর করতেও কোনো বাধা নেই।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৫১ ২২৫ বার পঠিত