বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
নবান্ন উৎসবে মুখরিত হল দুর্গাপুর
Home Page » এক্সক্লুসিভ » নবান্ন উৎসবে মুখরিত হল দুর্গাপুরবিশেষ প্রতিনিধিঃএই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান-পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান শ্লোগানে নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে নবান্ন উৎসব-১৪২২।
সোমবার জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের আদিবাসী পল্লী গোপালপুর গ্রামে উৎসবের আয়োজন করে উপজেলা ও জেলা প্রশাসন।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে ফসলের মাঠে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)(অঃদাঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খাঁন ,সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুর আলম সাজু সহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ধান কাটা, ধান মাড়িয়ে গোলায় ধান তোলা এসব আনন্দকে আরও বাড়িয়ে তোলতে নবান্ন উৎসবকে ঘিরে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। গোপালপুর পাহাড়ের পাদদেশে সেগুন বাগানে অনুষ্ঠিত সব আয়োজনে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩:৫১:১১ ২২৭ বার পঠিত