বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে মুক্তিযোদ্ধার খেতাব

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে মুক্তিযোদ্ধার খেতাব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫



 index_104281

বঙ্গ-নিউজ ডটকমঃ

জাতীয় পরিচয়পত্রে মুক্তিযোদ্ধার নামের পাশে খেতাব যুক্ত করার সুযোগ আনছে নির্বাচন কমিশন (ইসি)। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদকে একটি প্রস্তাব দিয়েছেন। যেখানে তিনি ভোটার তালিকায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের পাশে খেতাব উল্লেখের সুযোগ রাখার কথা বলেছেন। ভোটার তালিকা অনুযায়ীই জাতীয় পরিচয়পত্রে নাগরিকের নাম লিপিবদ্ধ করা হয়। জানা গেছে, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি পদবি বা খেতাবসহ তার নাম ভোটার তালিকায় উল্লেখ করতে পারতেন। তবে ভোটার তালিকা (সংশোধিত) আইন-২০১৩ অনুযায়ী, কোনো নাগরিক কেবল জন্ম সনদ, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উল্লেখিত নামই ভোটার তালিকায় নাম হিসেবে লিপিবদ্ধ করতে পারেন। তবে এই আইন বলবৎ হওয়ার আগে যারা পদবি বা খেতাব উল্লেখ করেছেন, তাদের ক্ষেত্রে সেই খেতাব বা পদবি থাকতে সমস্যা নেই। কিন্তু এই আইন বলবৎ হওয়ার পর অর্থাৎ, ২০১৩ সালের পর থেকে কেউ আর পদবি বা খেতাব ব্যবহার করতে পারেন না। জাবেদ আলী তার প্রস্তাবে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য থাকবে চিরকাল। মুক্তিযুদ্ধে যারা বীরত্বের পরিচয় দিয়ে জীবন বাজি রেখে খেতাবপ্রাপ্ত হয়েছেন, তাদের নামের সঙ্গে প্রাপ্ত খেতাব, যেমন-বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম লেখার অনুমতি দেয়া সঙ্গত বলে মনে হয়।’ তিনি এ প্রস্তাবনাটির অনুলিপি অন্য চার নির্বাচন কমিশনারের কাছেও পাঠিয়েছেন। এতে জাবেদ আলী বিষয়টির উপর সব নির্বাচন কমিশনারদের সদয় দৃষ্টি আকর্ষণও করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানান, আইনে না থাকলেও আদালতের নির্দেশে বিচারপতি পদবি লেখার অনুমোদন দেয়া হয়েছে। তবে অন্য কোনো পেশার ক্ষেত্রে পদবি লিখতে দেয়ার সুযোগ নেই। কিন্তু মুক্তিযোদ্ধাদের খেতাব উল্লেখ করার সুযোগ দেয়া উচিত। কমিশন বৈঠক করে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৫৮   ২৭৬ বার পঠিত