বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

পাকিস্তান বোর্ডের কমিটিতে মিসবাহ-ইউনিস

Home Page » আজকের সকল পত্রিকা » পাকিস্তান বোর্ডের কমিটিতে মিসবাহ-ইউনিস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫



 125688_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কমিটিতে অন্তভুক্ত করা হয়েছে মিসবাহ-ইউনিসকে। যদিও তারা দুজনই এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড় হিসেবেই চুক্তিবদ্ধ আছেন মিসবাহ উল হক ও ইউনিস খান। অথচ তাদেরই কি না বোর্ডের ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত করল পিসিবি! বর্তমান ক্রিকেটের চাহিদা ও হাল-হকিকত আরো ভালোভাবে বুঝতে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করল বোর্ডটি। সাধারণত অবসর নেওয়া খেলোয়াড়দের ক্ষেত্রেই এমনটা দেখা যায়। অবসরের পর নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিভিন্ন কমিটিতে জড়িয়ে যান ক্রিকেটাররা। তবে এখনো খেলছেন এমন কোনো ক্রিকেটারকে বোর্ডের কমিটিতে অন্তর্ভুক্ত করার উদাহরণ এটাই প্রথম। প্রথমে ধারণা করা হচ্ছিল, মিসবাহ ও ইউনিসকে অন্তর্ভুক্ত করা হবে ‘প্লেয়ার্স কমিটি’তে। গত জুলাইয়ে পিসিবির পক্ষ থেকে বলাও হয়েছিল এমন একটি নতুন কমিটি চালু করার কথা, যে কমিটির কাজ হবে বোর্ডের সঙ্গে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সেতুবন্ধ তৈরি করা। তবে গত মঙ্গলবার পিসিবি জানিয়েছে, এই দুজনকে নেওয়া হচ্ছে আগে থেকে চালু থাকা ক্রিকেট কমিটিতেই। মিসবাহ ও ইউনিস দুজনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন। খেলছেন শুধুই টেস্ট ক্রিকেটে। এই ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজ ছিল। কিন্তু ইতিমধ্যে ভারতে যেতে রাজি হয়নি পাকিস্তান। যদি সিরিজ হতো তাহলে খেলেই অবসর নেয়ার সিদ্ধান নেন বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ। ইউনিসও আর বেশিদিন চালিয়ে যাবেন বলে মনে হয় না। তবে এ দুজনের সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্ক বেশ ভালো। আর আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের সম্মিলিত অভিজ্ঞতা প্রায় ৬৫৬ ম্যাচের, যেটিকে কাজে লাগাতে চাইছে পিসিবি। বোর্ডের সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ’ জানিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান বললেন, ‘ইউনিস ও মিসবাহ শুধু ক্রিকেটীয় বিষয়গুলোই দেখবে। আমরা বর্তমান খেলোয়াড়দেরই ওপরই গুরুত্ব দিচ্ছি, যারা এখনকার খেলাটি বোঝে আর ক্রিকেটীয় ব্যাপারে পরামর্শ দিতে পারবে।

বাংলাদেশ সময়: ১২:১৮:২২   ২৫০ বার পঠিত