বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

আজ শুরু হচ্ছে শীতকালীন আয়কর মেলা

Home Page » অর্থ ও বানিজ্য » আজ শুরু হচ্ছে শীতকালীন আয়কর মেলা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫



 Ra-501447900436

বঙ্গ-নিউজ ডটকমঃ

আজ থেকে শুরু হতে যাচ্ছে দেশে প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন আয়কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এ আয়কর মেলা চলবে আজ শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে এ আয়কর মেলা আয়োজন করা হয়েছে। রাজধানীতে বেইলী রোডের অফিসার্স ক্লাব ও কর অঞ্চল-৯ এর আওতায় ঢাকার উত্তরার কার্যালয়ে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে মেলাটি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আনিসুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মো. নাজমুল হাসান। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেযারম্যান মো. নজিবুর রহমান। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলায় করদাতারা আয়কর রিটার্ন দাখিল, আয়কর প্রদান, যে কোনো ধরনের কর সেবা, নতুন ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন সুবিধাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর নিয়মিত আয়কর মেলা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী ওই আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে শীতের শুরুতে আরো একটি আয়কর মেলা আয়োজন করার ঘোষণা দিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ওই আয়কর মেলায় রেকর্ড দুই হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। মেলায় সাতদিনে কর সেবা নেন সাত লাখ ৫৭ হাজার ৭৫৪ জন। আর রিটার্ন দাখিল করেন এক লাখ ৬১ হাজার ৬০ জন। তাই নিয়মিত আয়কর মেলার মতো শীতকালীন এই আয়কর মেলা থেকে করদাতাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১২:০৮:০৫   ২৮৬ বার পঠিত