বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

বঙ্গোপসাগরে ২২ ট্রলারসহ ৪২ জেলে অপহরণ

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গোপসাগরে ২২ ট্রলারসহ ৪২ জেলে অপহরণ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫



 125703_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ২২ ট্রলারসহ ৪২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। বৃহস্পতিবার সকালে তাদের অপহরণ করা হয় বলে জানা যায়। অপহৃত ট্রলার ও জেলেদের মধ্যে এফবি মা ট্রলারের নবী হোসেন, সহিদ মিয়া ও কবির মিয়া, এফবি আবদুল্লাহ ট্রলারের তল্লাশি মাঝি, এফবি আরিফ ট্রলারের জাকির মাঝি, এফবি নিল সাগরের সামছুল হক, এফবি আনোয়ারার ইদ্রিস মাঝি ও এফবি জুলেখা ট্রলারের মহিবুল্লাহ মাঝির নাম জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় প্রথমে এফবি মা ট্রলারে হামলা চালিয়ে নবী হোসেন, সহিদ মিয়া ও কবির মিয়াকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। পরে বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত ২২টি ট্রলারসহ ৪২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় দস্যুরা বিভিন্ন ট্রলার থেকে চাল-ডাল, মাছ ও জালসহ বিভিন্ন সামগ্রী নিয়ে লুটে নিচ্ছে বলেও জানা গেছে। তিনি আরো জানান, ডাকাতির ঘটনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও ৮, কোস্টগার্ড দক্ষিণ ও পশ্চিম জোন এবং খুলনার নৌবাহিনীকে জানানো হয়। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা জাহাজ নিয়ে অভিযানে নেমেছে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, ডাকাতির খবর শুনে কোস্টগার্ডের পশ্চিম জোনসহ আমরা সাগরে অবস্থান করছি।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫৪   ২৪২ বার পঠিত