সোমবার, ১৬ নভেম্বর ২০১৫

সম-সাময়িক প্যারিস এবং ফেসবুক।।

Home Page » আজকের সকল পত্রিকা » সম-সাময়িক প্যারিস এবং ফেসবুক।।
সোমবার, ১৬ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ
সকালে ঘুম থেকে উঠেই যখন পত্রিকার দুইটা কলাম দেখলাম “সন্দেহের চোখে দেখা হচ্ছে প্যারিসের বাংলাদেশিদের” আর “ফ্রান্সে মুসলিম বিরোধী প্রতিক্রিয়ার আশংকা” তখন বুঝতে পারলাম, না আমি ছাগলের তিন নাম্বার বাচ্ছা না। যে , ছাগী থেকে দুধ খেয়েও লাফাবো আর না খেয়ে ও লাফাবো।
কথা হচ্ছে , বাংলাদেশের ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার দেখলাম ফ্রান্সকে ঘিরে। আমরা কতটুকু জ্ঞানী মানুষ। শোক অবশ্যই পালন করবো, কিন্তু এমন মানুষের জন্য করা দরকার নাই,যারা নাকি পরে কাঁধে এসে চেপে বসবে।।
কথাটা বলছিলাম প্যারিসের এই সর্বশেষ হামলার পর অধিকাংশ ফরাসীরা মুসলিম দের বিরুদ্ধে অবস্থান নিবে। আর ওই খানে সকল বাংলাদেশীদের সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। তাই প্যারিসে এখন সকল বাংলাদেশীরা ভুগছেন সন্দেহ আর অবিশ্বাসের দোলাচলে।
যেখানে বাংলাদেশীদের নিয়ে এত সন্দেহ এত অবিশ্বাস সেখানে আমরা কিভাবে শোক আর পতাকা বেস্টিত প্রোফাইল পিকচার ব্যবহার করছি বিষয় টা আমার বোধগম্য হচ্ছেনা।।
তাই বলছি ফ্রান্স সম্পর্কে একটু জানুন, আর মুসলিমদের জন্য তারা কেমন ভয়ানক একটু চিন্তা করুন।।

—–শিশু সাংবাদিক।

ইমেইলঃ  sknishan43@journalist.com

বাংলাদেশ সময়: ৯:৩৩:২৪   ৩৬২ বার পঠিত