রবিবার, ১৫ নভেম্বর ২০১৫

সান্ত্বনার জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।

Home Page » আজকের সকল পত্রিকা » সান্ত্বনার জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।
রবিবার, ১৫ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
নেছার এ নিশানঃ
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ অল্পের জন্য হাত ছাড়া হয়ে গেল টাইগারদের। রবিবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের ৪৭ রানের সুবাদে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে ১ বল বাকি থাকতে ৩ উইকেটের নাটকীয় জয় পায় জিম্বাবুয়ে। এর আগে আফগানিস্থানের কাছে ওয়ানডে সিরিজ হারার পর। বাংলাদেশের কাছেও ৩-০ ওয়ানডে সিরিজে হার মানে তারা। এরপর শুরু হয় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ।সিরিজের প্রথম ম্যাচে হেরে অনেকটাই হতাশ হয়ে পড়ে জিম্বাবুয়ে ।কিন্তু সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটের দারুন জয় পেয়ে যায় তারা। এতো গুলো ম্যাচ হারা পর এমন একটা জয় সত্যিই অনেক বড় সান্ত্বনা।

খেলার দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে পর পর দুই বলে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নেন আল-আমিন হোসেন। এরপর আরেক পেসার মুস্তাফিজুর রহমানও তার প্রথম ওভারেই উইকেট তুলে নেন।এরপর দলীয় ৩৩ রানে মাশরাফি-নাসিরের নৈপুণ্যে রান আউটে কাটা পড়েন ক্রেইগ আরভিন (১৫)।

৩৯ রানে ৫ উইকেট হারালেও পঞ্চম উইকেটে লুক জংউই ও ম্যালকম ওয়ালারের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ফিফটি রানের জুটি গড়েন দুজন। তবে এর পরই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন আল-আমিন। জংউইকে (৩৪) ফিরিয়ে ৫৫ রানের জুটি ভাঙেন তিনি।

স্কয়ার লেগে অসাধারণ এক ক্যাচ নেন ইমরুল কায়েস। এরপর শেষ ওভারের মাশরাফি আবার নাসিরকে বলে আনে। ওভারের প্রথম বলে নাসির ওয়ালারকে ফিরিয়ে দেন।কিন্তু এরপর আর আর কিছুই করতে পারেনি পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। এনামুল হক বিজয়ের ৪৭ রানের সুবাদে কোনোমতে ১৩৫ রান করে মাশরাফি বিন মুর্তজার দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানে আসে এনামুলের ব্যাট থেকেই। এ ছাড়া তামিম ইকবাল ২১, সাব্বির রহমান ১৭ ও ইমরুল কায়েস ১০ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫৫   ২৭৬ বার পঠিত