শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
আপাতত জিয়ার কবর সরানো হচ্ছে না
Home Page » আজকের সকল পত্রিকা » আপাতত জিয়ার কবর সরানো হচ্ছে না
বঙ্গ-নিউজ ডটকমঃ
খুব শীঘ্রই জিয়াউর রহমানের কবর সরানোর কথা সরকার ভাবছে না। এমনটাই জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য ও গুপ্ত হত্যা বন্ধের প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে তিনি একথা জানান।
উল্লেখ্য, স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি-এই যুক্তিতে জিয়াউর রহমানসহ সেখানকার আরও সাতটি কবর সরানোর পক্ষে মত দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই আটটি কবর ছাড়া শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরও সাতটি স্থাপনা।
এগুলোর মধ্যে বড় স্থাপনা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি), স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন। এর বাইরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরের চারদিকে থাকা চারটি প্রবেশপথের শুরু বা শেষ প্রান্তে রয়েছে ঝুলন্ত সেতু, সম্মেলন কেন্দ্র ও মসজিদসহ চারটি স্থাপনা।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:০২ ৩১৪ বার পঠিত