মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
যাত্রীবাহি বাসে নতুন কৌশলে ছিনতাই
Home Page » আজকের সকল পত্রিকা » যাত্রীবাহি বাসে নতুন কৌশলে ছিনতাইকামরুজ্জামান কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা রাজধানীতে যাত্রী বাহী বাসে অভিনব কাইদায় ছিনতাই হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আমি(স্টাফ রিপোর্টার) খামার বাড়ি দাড়িয়ে আছি উত্তরা আমাদের বঙ্গনিঊজ অফিসে যাওয়ার জন্য এমন সময় রিজার্ভ লেখা একটি বাস এসে উত্তরা আব্দুল্লাপুর বলে ডাক দিতে লাগলো, আমি বাসে উঠ্লাম । বাসটি অনেক বড়, ভিতরে ড্রিম লাইট জ্বালানো, জানালাই পর্দা দেওয়া ।আরও অনেকে উঠলো , প্রায় ২২-২৫ জন যাত্রী বাসে হয়ে গেল । এমনকি এই বাসেই দুই জন পুলিশ সদস্য ( পুলিশের পোশাক পরিহিত) একপ্রকার জোর করে উঠলেন । এরপর আর কোন যাত্রী উঠানো হইনি খিলখেত পর্যন্ত । পুলিশ সদস্য (?) দুই জন নেমে যাওয়ার পর ই শুরু হল ভাড়া আদাই - একপরজায় ৭/৮ জন যাত্রিবেশের ছিনতাইকারী নিজেদেরকে ছিনতাইকারি বলে পরিচয় দিয়ে আদেশ দেয়া শুরু করলো যার কাছে যা আছে দিয়ে দেবার জন্য । ড্রাইভার হেল্পার সবাই ছিনতাইকারী দলেরই - বাসে গানের সাউন্ড বাড়িয়ে ছিনতাই এর সকল কাজ সম্পন্ন করতে লাগলো বাইরের মানুষেরা যথারীতি ভেবেছে যাত্রীরা আনন্দ করছে , অথচ আমাদের চোখ ও হাত বেধে ফেলা হল অনেকে হাউমাউ করে কান্না শুরু করে, কিন্তু মিউজিকের সাউন্ডে বাইরে তা কারোর কানে পৌছলোনা । রাত ১০টাই আমাদেরকে ভালুকা সড়কের এক মাঠে রাস্তার খাদে হাত চোখ বাধা অবস্থায় ফেলে দেওয়া হল । কি ভাগ্য! ২ মিনিটের মধ্যে ডিউটিরত পুলিশ আমাদেরকে উদ্ধার করলেন । তারপর নিঃস্ব আহত অবস্থায় যে যার গন্তব্যে হয়ত পৌছেছে ।আমি সব সময় বিভিন্ন অপরাধ ছিনতাই এর নিউজ কভার করে থাকি কিন্তু আজ নিজেই এক অভিনব ছিনতাই এর শিকার হলাম। এই অভিনব ছিনতাই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি আকর্ষণ করে এর প্রতিকার ও প্রতিরধের ব্যবস্থা নেবার ও সতর্ক হবার আহবান জানাই ।
বাংলাদেশ সময়: ২:১৩:২৫ ৩৪৫ বার পঠিত