রবিবার, ৮ নভেম্বর ২০১৫

আইএস আছে, জঙ্গি আছে- এসব প্রমাণের চেষ্টা: শেখ হাসিনা

Home Page » জাতীয় » আইএস আছে, জঙ্গি আছে- এসব প্রমাণের চেষ্টা: শেখ হাসিনা
রবিবার, ৮ নভেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে- এসব প্রমাণের চেষ্টা চলছে। এটি প্রমাণ করতে পারলে বাংলাদেশের ওপর আক্রমণ করা যাবে।

রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত নেদারল্যান্ড সফরের অর্জন ও সফলতা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনদিনের সফর শেষে গত শুক্রবার বিকালে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আইএস আছে, জঙ্গিরা আছে, এটি প্রমাণ করতে পারলে দেশের কী হবে, একবার ভেবে দেখেছেন। একটি পক্ষের লক্ষ্য হলো সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তানের পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। জনগণকে সচেতন থাকতে হবে। জাতি হিসেবে সচেতন না থাকলে আমাদের সর্বনাশ হবে।

বিএনপির জাতীয় ঐক্যমতের প্রস্তাবে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতি করলেও আমি মানুষ। কাউকে যদি মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তাহলে আপনি কী তার কাছে যাবেন। কেউ যদি ফোনে ঝারি মারে তাহলে কী আপনি কথা বলবেন? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তাকে (খালেদা জিয়া) ফোন করি। তার ছেলে মারা গেলো, আমি গেলাম তিনি আমাকে ঢুকতে দিলেন না। একজন খুনির সঙ্গে আমাকে বসতে হবে। যার হাত দিয়ে মানুষ খুন হয় তার সঙ্গে বসার ইচ্ছে নেই।

তিনি বলেন, দেশে গ্রেনেড মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেসব করে দেশের ক্ষতি করতে না পেরে একটি শ্রেণি এখন গুপ্তহত্যা শুরু করেছে।

দেশে সম্প্রতি দুই বিদেশি হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এগুলো কেন ঘটানো হচ্ছে? কারণ, একটি পক্ষ চায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এগুলো কারা করছে? হাড়ির ভাত একটি টিপলে যেমন বোঝা যায়, বাকিগুলো কেমন; তেমনি একটি ঘটনার উদঘাটন হলেই বোঝা যায় ওই ধরনের অন্যান্য ঘটনা কীভাবে ঘটছে।

সংলাপ সম্পর্কিত বিএনপির দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চাইলেই সংলাপ হতে পারে।

তিনি আরো বলেন, আপনারা কী আমেরিকাকে জিজ্ঞেস করতে পারবেন। প্রতিদিন প্রতি মিনিটে একবার খোঁজ করে দেখেন। তুলনা করে দেখন। সে তুলনায় আমি বলবো বাংলাদেশ মোটেই অনিরাপদ নয়।

ডেল্টা প্ল্যান অনেক আগেই গ্রহণ করেছি। তবে চাক্ষুষ প্রমাণ পেয়ে কাজ করা হচ্ছে বড় কথা। আমাদের আছে ১২০০ নদী। আরো ছোট ছোট নদীগুলোকে ড্রেজিং করার আওতায় আনতে হবে। আমাদের সম্ভাবনা নেদারল্যান্ডস এর চেয়ে ভালো বলে মনে করি। আমরা যে বিশাল সমুদ্র সীমা পেয়েছি সেটাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা চলমান থাকবে। অনেক পরিকল্পনা রয়েছে আমাদের।

প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ ও আন্তরিক। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার জন্য তাকে অনুরোধ করি।

উল্লেখ্য, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩২   ২৬৯ বার পঠিত