শনিবার, ৭ নভেম্বর ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ।

Home Page » আজকের সকল পত্রিকা » জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শনিবার, ৭ নভেম্বর ২০১৫



Cricket1446878456

বঙ্গ-নিউজ ডটকমঃ

ঘরের মাঠে চারটি সিরিজ জয়ের রেকর্ড নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে অতিথীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে শিবিরে ভিন্নচিত্র। ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। স্বাভাবিকভাবেই নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে নামবে অতিথীরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াইটি শুরু হবে দুপুর ১টায়। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। বাংলাদেশ আজ সাত ব্যাটসম্যান নিয়ে খেলছে। সৌম্য সরকারের ইনজুরিতে দলে আসা ইমরুল কায়েসের একাদশে জায়গা হয়নি। অভিষেক হচ্ছে না কামরুল ইসলাম রাব্বিরও। একাদশে আছেন পেসার আল-আমিন হোসেন। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৪৬   ২৬৭ বার পঠিত