শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
এক চার্জেই মোবাইল চলবে ২০ বছর
Home Page » এক্সক্লুসিভ » এক চার্জেই মোবাইল চলবে ২০ বছরবঙ্গনিউজ ডটকমঃমোবাইল ফোন আমরা যারা ব্যবহার করি, তাদের প্রায় সবাইকেই কোনো না কোনো সময় ব্যাটারি বিড়ম্বনায় ভুগতে হয়েছে। পুরোপুরি চার্জ দিলাম, অথচ কিছুক্ষণ পরই ব্যাটারি খালি।
মোবাইলের ব্যাটারি নিয়ে এমন দুর্ভোগের দিন কেটে যাবে শিগগিরই। কারণ বাজারে অাসছে এমনই ব্যাটারি, যা একবার চার্জ করলেই একটানা চলবে ২০ বছর। অর্থাত্ ফোন সেকেলে হয়ে গেলেও, এবার ব্যাটারি থাকবে সতেজ।
এধরনের মোবাইল ব্যাটারি এরই মাঝে তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা। এখন যা রয়েছে বাজারে আসার অপেক্ষায়
নতুন উদ্ভাবিত ব্যাটারি সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে বহুল ব্যবহৃত লিথায়াম আয়ন ব্যাটারিতে সামান্য অদলবদল করেই, তাঁরা এই ব্যাটারিটি বানিয়েছেন। লিথিয়াম আয়নের সঙ্গে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল। আর এতেই মিলেছে আশাতীত সাফল্য।
বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, নতুন এই মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে ২ মিনিটও লাগবে না। অন্য ব্যাটারির থেকে ১০ গুণেরও বেশি সময় চার্জ থাকবে। তা ছাড়া, অন্য ব্যাটারি যেখানে ৫০০ বারের বেশি রিচার্জ হলে, ক্ষমতা হারায়, এক্ষেত্রে রিচার্জের ক্ষমতা ১০ হাজার বার।
আশা করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যেই বাজারে চলে আসবে অধিক শক্তিশালী এই ব্যাটারি। মোবাইলের পাশাপাশি গাড়ির ব্যাটারিতেও পরীক্ষামূলক ভাবে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল মিশিয়ে আয়ু বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:৪০ ৩০১ বার পঠিত