শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫

শাহজালাল থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

Home Page » অর্থ ও বানিজ্য » শাহজালাল থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫



2015_06_17_07_37_55_1D6Rxrbsx3vTkw1WgMUhiRYnE8pDOa_originalবঙ্গনিউজ ডটকমঃহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের সিট কভারের নিচ থেকে শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দল। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা।

কাস্টমসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে এসব স্বর্ণ আনা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়ালালামপুর থেকে আসা ঐ উড়োজাহাজের সিট কভারের নিচ থেকে ১৪ কেজি সোনা জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য সাড়ে ৭ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৭   ৩৩৩ বার পঠিত