শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
ঠাণ্ডা পড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
Home Page » স্বাস্থ্য ও সেবা » ঠাণ্ডা পড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাবঙ্গনিউজ ডটকমঃঠাণ্ডা পড়ায় ঠাকুরগাঁও এ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বৃদ্ধরা ভুগছেন শ্বাসকষ্টে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে ডায়রিয়া রোগে ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।
কথা হয় চিকিৎসা নিতে আসা কৃষ্ণপুর গ্রামের রাবেয়া বেগমের সঙ্গে।
তিনি বলেন, তার সন্তানের বয়স এক বছর তিন মাস। হঠাৎ করে ডায়রিয়া হওয়ায় গত দুই দিন আগে হাসপাতালে ভর্তি করিয়েছেন বাচ্চাকে।
পয়েন্ধা গ্রামের আশির উদ্দিন (৭০) জানান, গত কয়েকদিন থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ আছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধ রোগী ভর্তি হয়েছেন ১৮জন। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির বলেন, ঠাণ্ডার কারণে অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়। এক্ষেত্রে যাদের অ্যালার্জি রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। ঠাণ্ডা লাগানো যাবে না।
তিনি বলেন, সাধারণত বৃদ্ধরা শ্বাসজনিত রোগে আর শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বর্তমানে ঠাণ্ডাজনিত কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বেশি আসছেন হাসাপাতালে।
এইসব রোগে মৃত্যুর হার কম থাকলেও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৭ ৩৫০ বার পঠিত