বুধবার, ৪ নভেম্বর ২০১৫
যৌনরোগের প্রকোপ কমার উপাই
Home Page » এক্সক্লুসিভ » যৌনরোগের প্রকোপ কমার উপাইবঙ্গনিউজ ডটকমঃ নিজের সন্তানকে সুস্থ যৌনজীবন-যাপন করতে মায়েদের উচিত, তাঁদের টিনেজার সন্তানের সঙ্গে যৌনতা নিয়ে আরও বেশি আলোচনা করা।
এমনটাই বলছেন, নর্থ ক্যালোরিনা স্টেট ইউনিভার্সিটির লৌরা উইডম্যান। তিনি প্রায় ২৫ হাজার টিনেজারের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন যে, যারা তাদের মায়ের সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করেন, তারা অনেক বেশি নিরাপদ যৌনজীবন উপভোগ করে। আর যারা তার মায়ের সঙ্গে যৌনজীবন নিয়ে আলোচনা করে না, তারা নিরাপদ যৌনতা উপভোগ করতে পারে না। বরং, অনেক বেশি যৌন রোগের শিকার হয়। তৃতীয় বিশ্বে এর সংখ্যাটা অনেক বেশি। এখানকার সংস্কৃতি অনুযায়ী মা, তাঁর মেয়ের সঙ্গে খানিকটা যৌনতা নিয়ে আলোচনা করলেও, ছেলের সঙ্গে কিছুতেই এমনটা করেন না। আর সেই জন্য, তৃতীয়বিশ্বের দেশগুলোতে টিনেজার ছেলেদের মধ্যে যৌনরোগের প্রকোপ অনেক বেশি।
যৌনতা জীবনের একটা অঙ্গ। সেটা সবাই করে। তাহলে বড়দের উচিত, এই বিষয়ে ছোটদের শিক্ষা দেওয়া। এটাই বিজ্ঞানসম্মত সংস্কৃতি হওয়া উচিত।
বাংলাদেশ সময়: ১৭:২০:১৯ ৩২০ বার পঠিত