বুধবার, ৪ নভেম্বর ২০১৫

বিশ্বের প্রথম রোবট নায়িকা!

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের প্রথম রোবট নায়িকা!
বুধবার, ৪ নভেম্বর ২০১৫



03বঙ্গনিউজ ডটকমঃ নায়কের সঙ্গে দিব্যি প্রেম করে বেড়াচ্ছেন সুন্দরী নায়িকা। জানা গেলো, তিনি নাকি মানুষ নন, তাহলে কী? রোবট।

জাপানি ছবি ‘সায়োনারা’ তে অভিনয় করেছে অ্যান্ড্রয়েড রোবট জেমিনয়েড এফ।

বিশ্বে এই প্রথমবারের কোনও মানুষ নায়কের বিপরীতে দেখা যাবে রোবট নায়িকাকে অভিনয় করতে। জাপানের পরমানু বোমা বিস্ফোরণ নিয়ে ছবি এগিয়েছে রোবট ও তানিয়া নামের এক নারীর সম্পর্ক নিয়ে। রোবটের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরিচালকের কথা শুনে কৃত্রিম বুদ্ধির সাহায্যে কাজ করে লিওনা। রবাটে নির্মিত ত্বক এবং নারীর দৈহিক ভঙ্গিতে তৈরি করা হয়েছে এই রোবটটি। রোবটের যন্ত্রাংশ দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই রোবটটি চলাচল করতে পারে না। সেজন্য পুরো ছবিতে তাকে হুইল চেয়ারের সাহায্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

জাপানি পরিচালক কোজি ফুকাদা, নাট্যকার ওরিজা হিরাতা এবং ওসাকা ইউনিভার্সিটির ইন্টালিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির অধ্যাপক হিরোশি ইশিগুরো এই ছবি তৈরি করেছেন।

এর আগেও অনেক ছবিতে রোবটের উপস্থিতি দেখা গেছে। তবে সেগুলো তৈরি করা হয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের ওপর বিশেষ এফেক্টসে।

গত সপ্তাহে ২৮তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ছবি। মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০২   ৩৮৫ বার পঠিত