বুধবার, ৪ নভেম্বর ২০১৫
চুলের স্বাস্থ্য সুন্দর থাকবে যে খাদ্যাভ্যাসে
Home Page » স্বাস্থ্য ও সেবা » চুলের স্বাস্থ্য সুন্দর থাকবে যে খাদ্যাভ্যাসেবঙ্গনিউজ ডটকমঃ চলে এসেছে শীত। শীত মানেই রুক্ষ ত্বকের সঙ্গে রুক্ষ চুল। তবে যদি আপনি এই ঋতুতে চুলের উপযোগী খাবার খান, তাহলে এটি কোনো সমস্যাই নয়।
যেসব খাবারে চুলের স্বাস্থ্য বজায় থাকে-
পালং শাক
১) পালং শাকে রয়েছে প্রচুর আয়রন। যা চুলকে বেড়ে উঠতে সাহায্য করে৷
২) পালং শাক খেলে চুলে অক্সিজেন পৌঁছয় তাড়াতাড়ি৷
ডিম
১) ভিটামিনে ভরপুর ডিম চুলের স্বাস্থের জন্য খুবই ভালো৷
২) খাওয়ার পাশাপাশি ডিম মাথাতে লাগাতেও পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে৷
ক্যাপসিকাম
১) ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে৷ যা চুলের ভালো স্বাস্থ্যের অন্যতম উপাদান।
২) ভিটামিন সিয়ের ঘাটতির হলে চুল রুক্ষ হয়ে যায় ও চুল তাড়াতাড়ি পড়ে যায়৷
ডাল
১) যে কোনও ধরনের ডাল আয়রন ও প্রেটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস৷
২) চুল ভাল রাখতে প্রতিদিন মেনুতে ডাল রাখুন।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৪ ২৯৫ বার পঠিত