বুধবার, ৪ নভেম্বর ২০১৫

ঢাকাপর্বে অংশ নেবে ১২০টি দল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ঢাকাপর্বে অংশ নেবে ১২০টি দল
বুধবার, ৪ নভেম্বর ২০১৫



ঢাকাপর্বে অংশ নেবে ১২০টি দলবঙ্গনিউজ ডটকমঃ এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৫-এর ঢাকাপর্বের বাছাই প্রতিযোগিতা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে দেশ-বিদেশের ৭৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৯৮৫টি দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ ওএনথ্রি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ বাগলাভারস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউ এসএমএস দল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে। বিস্তারিত ফলাফল পাওয়া যাবে https://algo.codemarshal.org/contests/DRP2015/standings ঠিকানার ওয়েবসাইটে।
বাছাইপর্বের প্রথম ১২০টি দল ১৪ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ঢাকাপর্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ আয়োজনে সহযোগিতা করছে থেরাপ সার্ভিসেস লিমিটেড, ডাইনামিক সল্যুশন ইনোভেটরস, কোডমার্শাল, বলিনেসার, প্রথম আলো ও বাংলাভিশন। l

বাংলাদেশ সময়: ১৬:৫৯:২৯   ২৯০ বার পঠিত