বুধবার, ৪ নভেম্বর ২০১৫
পিএসজিকে হারিয়ে শীর্ষে রিয়াল
Home Page » খেলা » পিএসজিকে হারিয়ে শীর্ষে রিয়ালবঙ্গনিউজ ডটকমঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে (পিএসজি) জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ১-০ গোলের জয় পায় স্বাগতিক রিয়াল।ম্যাচের ৩৩ মিনিটে মার্সেলো ইনজুরিতে পড়েন। তার বদলি খেলোয়াড় হিসেবে নাচোকে মাঠে নামান রাফায়েল বেনিতেজ। আর ৩৫ মিনিটে তিনি গোল করে রিয়ালকে জয় উপহার দেন।
ম্যাচের ৩৫ মিনিটে টনি ক্রুস ডি বক্সের বাইরে থেকে শট নেন। তার জোরালো শট পিএসজির খেলোয়াড়ের পায়ে লেগে হাওয়ায় ভেসে ওঠে। সফরকারী দলের গোলরক্ষক সেটা ধরতে যান। কিন্তু তার আগেই বল পেয়ে যান নাচো ফার্নান্দেজ। তিনি ফাঁকা পোস্টে বল জড়াতে কার্পণ্য করেননি (১-০)।
এ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে লস ব্লাঙ্কোসরা। এ ম্যাচে জয় না পেলে শেষ ষোলোতে যাওয়ার ক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষা করতে হত তাদের।
‘এ’ গ্রুপের ৪ ম্যাচের ৩টিতে জিতে ১টিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। সমসংখ্যক ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:০৩ ৩২২ বার পঠিত