মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
ড়িতে পণ্য পৌঁছে দেবে গুগলের ড্রোন
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ড়িতে পণ্য পৌঁছে দেবে গুগলের ড্রোনবঙ্গনিউজ ডটকমঃ অনলাইনে কোনো জিনিসের ফরমাশ দিলেন। তো, সেটা কিছুক্ষণের মধ্যে বাড়ির দরজায় এনে হাজির করল কোনো উড়ুক্কু যান বা ড্রোন! কল্পনা নয়, বাস্তবেই ঘটবে এমন। ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে অনুসন্ধান সেবাদাতা হিসেবে পরিচিত গুগল।
গুগলের এ প্রকল্পটির নাম ‘উইং’। ২০১৭ সাল নাগাদ ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির প্রধান ডেভিড ভস সম্প্রতি গুগলের নতুন এ প্রকল্পটির তথ্য প্রকাশ করেছেন।
শুধু গুগল নয়, এর আগে আমাজন, আলীবাবার মতো প্রতিষ্ঠানগুলোর ড্রোনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার এ সুবিধার কথা জানিয়েছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্মেলনে ভস তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০১৭ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এ ব্যবসা শুরু করা।’
অবশ্য কী ধরনের ড্রোনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে বা কী ধরনের পণ্য পৌঁছানো হবে, এ ব্যাপারে বিস্তারিত জানায়নি গুগল কর্তৃপক্ষ।
২০১৪ সালে উইং প্রকল্পটির তথ্য প্রথম প্রকাশিত হয়। শুরুতে এটি গুগলের গোপন ‘এক্স-ল্যাব’ নামের পরীক্ষাগারের অধীনে ছিল। এখন এটি ‘অ্যালফাবেট’ নামের প্রতিষ্ঠানের অধীনে আলাদাভাবে কাজ করছে। সম্প্রতি গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যালফাবেট নামের একটি মূল কোম্পানির অধীনে নিয়ে এসেছেন। শুরুতে অস্ট্রেলিয়ায় ছোট আকারের ড্রোন নিয়ে পরীক্ষা চালিয়েছে গুগল। এগুলো জরুরি অবস্থান ত্রাণ সরবরাহ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পৌঁছানোর কাজে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪২:৫০ ৪২১ বার পঠিত