মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫

ডিসেম্বর থেকেই নতুন বেতন স্কেল কার্যকর

Home Page » অর্থ ও বানিজ্য » ডিসেম্বর থেকেই নতুন বেতন স্কেল কার্যকর
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সরকারি কর্মচারীরা ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী জানান, আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের যে বেতন চাকরিজীবীরা হাতে পাবেন, সেটা নতুন কাঠামো অনুযায়ী হবে।

নতুন বেতনের সাথে এরিয়া যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টস অফিসারদের উপর নির্ভর করছে, যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবে।’

গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে মন্ত্রিসভা। এতে সর্বোচ্চ বেতন ধরা হয় ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন ৮,২৫০ টাকা।

এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০২   ৪৩৯ বার পঠিত