মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিত
Home Page » ক্রিকেট » দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিতবঙ্গনিউজ ডটকমঃ দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা আসার কথা ছিল প্রোটিয়া নারী ক্রিকেট দলের।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, তারা আমাদের নারী ক্রিকেট দলের ঢাকায় না আসার কথা জানিয়ে দিয়েছে। তবে কেন তারা সফরে আসছে না সে ব্যাপারে কোনো কিছুই জানায়নি।
তিনি আরো জানান, নতুন সূচি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।
ধারণা করা হচ্ছে সম্প্রতি ঢাকায় একজন প্রকাশককে হত্যা এবং অপর আরেকজন প্রকাশক ও লেখকসহ কয়েকজনের ওপর নৃশংস হামলার ঘটনার কারণেই প্রোটিয়ারা দ্বিতীয়বারের মতো তাদের নারী দলের বাংলাদেশ সফর স্থগিত করলো।
ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ একজন নিরাপত্তা উপদেষ্টা পাঠিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করিয়ে সোমবার ( ২ নভেম্বর) এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র মুখপাত্র জালাল ইউনুস বিবিসি বাংলাকে বলেছেন, সফরকারী দলের সদস্যদের কয়েকজনের পরীক্ষা থাকায়, তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি পাননি। সেকারণে পিছিয়ে গেছে এই সফর।
গত ১৫ অক্টোবর ৩টি ওয়ানডে ও ৪টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া পুরুষ দল বাংলাদেশ সফর স্থগিত করায় তখন একই পথে হাঁটে প্রোটিয়া নারী দলও।
বাংলাদেশ সময়: ১৬:১৪:০৮ ৪৪৯ বার পঠিত