মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
নিম্ন আদালতে মির্জা ফখরুলের আত্মসমর্পণ
Home Page » আজকের সকল পত্রিকা » নিম্ন আদালতে মির্জা ফখরুলের আত্মসমর্পণবঙ্গনিউজ ডটকমঃ পল্টন থানায় দায়ের নাশকতার তিনটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
এর আগে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তিরও নির্দেশ দেয় আপিল বিভাগ।
গত ১৩ জুলাই আপিল বিভাগ অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়। এরও আগে দুদফায় আত্মসমর্পণের জন্য তাকে ৬ সপ্তাহ করে ১২ সপ্তাহ সময় বাড়ানো হয়।
এরপর মির্জা ফখরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান। গত ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে আসেন মির্জা ফখরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৩ ৩৪৮ বার পঠিত