মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
পাইলট ছাড়াই উড়বে আমেরিকার ‘ব্ল্যাক হক’!
Home Page » আজকের সকল পত্রিকা » পাইলট ছাড়াই উড়বে আমেরিকার ‘ব্ল্যাক হক’!
বঙ্গ-নিউজ ডটকমঃ
স্বচালিত যুদ্ধযানের দিকে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে ইউএস মিলিটারি। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত রীতিমতো বিখ্যাত ব্ল্যাক হক হেলিকপ্টারটিকে স্বচালিত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা। এটি আকাশে উড়বে পাইলট ছাড়া।
গত বছর এয়ারক্রাফট নির্মাতা সিকোরস্কি সম্পূর্ণ নতুন ধরনের ইউএইচ-৬০এ তৈররি ঘোষণা দেয়। এই হেলিকপ্টারটি ব্ল্যাক হক নামে সুপরিচিত। একে কোনো পাইলট ছাড়াই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা হাতে নিয়েছে সিকোরস্কি। লক্ষ্য পূরণে গত সপ্তাহেই প্রায় কাজ গুছিয়ে এনেছে তারা।
নির্মাতা প্রতিষ্ঠানের এয়ারক্রাফট ডেভেলপমেন্ট ফ্লাইট সেন্টারে পরীক্ষা চলে কয়েক দফা। এটা পাইলট ছাড়া সফলভাবে আকাশে উড়তে এবং গোটা একটা এলাকায় টহল দিতে সক্ষম হয়েছে।
সিকোরস্কির নতুন যন্ত্রপাতির কলাকৌশল ও সফটওয়্যারের মাধ্যমে এর পাখাটি নিজেই ঘুরছে, আকাশে উঠছে এবং নামছে। প্রযুক্তিগত গোটা প্যাকেজটিকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। একজন দক্ষ পাইলট যেভাবে নিয়ন্ত্রণ করবেন, তার চেয়ে বেশি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে ‘ম্যাট্রিক্স’ বেশ কাজ করছে।
পেন্টাগনের ফ্লিটে রয়েছে আড়াই হাজারটি ব্ল্যাক হক। একে একে যদি সবকটাকে ম্যাট্রিক্স সিস্টেমে আনা যায় তবে এগুলো চালানোর ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে।
এ বছরের প্রথম দিকে প্রতিরক্ষা বিষয়ক জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন ৯ বিলিয়ন ডলারের বিনিময়ে সিকোরস্কিকে কিনে নেওয়ার পরিকল্পনা করে। এরাই বিখ্যাত এফ-৩৫ বিমানটি বানানোর পেছনে কাজ করে।
হেলিকপ্টার বানানোর ক্ষেত্রে লকহিড মার্টিন তেমন কাজ করেনি। তবে সিকোরস্কি এ ক্ষেত্রে ব্যাপক এগিয়ে গেছে। তারা নিজেদের প্রযুক্তি এবং নিজস্ব গবেষণা ইউনিট গড়ে তুলেছে।
বাংলাদেশ সময়: ১৩:২০:৩২ ৩১৪ বার পঠিত