মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫

মার্চ পর্যন্ত চীনে চালু থাকবে এক সন্তান নীতি।

Home Page » আজকের সকল পত্রিকা » মার্চ পর্যন্ত চীনে চালু থাকবে এক সন্তান নীতি।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকম

আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চীনের দম্পতিদেরকে এক সন্তান নীতির নিয়ম মানতে হবে বলে জানিয়েছে দেশটির পরিবার পরিকল্পনা বিভাগের সদস্যরা। তারা জানিয়েছে, আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদেরকে পুরনো নিয়ম মানতে হবে। আর আগামী মার্চ মাসে এই আইন পরিবর্তন হবে।

গত বৃহস্পতিবার চীনের ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টি দেশটির এক সন্তান নীতির নিয়ম শিথিল করে। সেখানকার দম্পতিরা দুই সন্তান নিতে পারবে বলে ঘোষণা দেয়। দেশের জনসংখ্যা কমে যাওয়ায় এবং অর্থনীতির কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী মার্চ মাস পর্যন্ত আইন পরিবর্তন করতে সময় লাগবে। তাই সেসময় পর্যন্ত সবাইকে আগের নিয়মই মানতে হবে।

উল্লেখ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ১৯৭৯ সালে দেশটিতে এক সন্তান নীতি চালু করে। এর ফলে ৪০০ মিলিয়ন শিশুর জন্ম রোধ করা সম্ভব হয়েছে বলে খবরে বলা হয়েছে। যারা এই আইন ভঙ্গ করেছে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। এমনকি জোর করে গর্ভপাত করানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৬:১২   ২৭৪ বার পঠিত