সোমবার, ২ নভেম্বর ২০১৫
আবারও নেইমার-সুয়ারেস।
Home Page » আজকের সকল পত্রিকা » আবারও নেইমার-সুয়ারেস।
বঙ্গ-নিউজ ডটকমঃ
আটকানোই যাচ্ছে না লুই সুয়ারেসকে। এইবারের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিকের পর পরশু গেতাফের বিপক্ষে করলেন এক গোল। তাতে উরুগুইয়ান স্ট্রাইকার ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনে বার্সেলোনাও পেয়েছে ২-০ গোলের জয়। কম যাচ্ছেন না নেইমারও। পরিস্থিতির দাবিতে কখনো জোগান দিচ্ছেন গোলের, কখনো অপূর্ব সব গোল করে ভুলিয়ে দিচ্ছেন মেসির না থাকার যন্ত্রণা। বার্সেলোনার আক্রমণভাগে তাই অপূর্ণতা থাকলেও জয়ের পথে ছেদ পড়তে দিচ্ছেন না ‘এম’বিহীন ‘এসএন’।
আলফোন্সো পেরেস স্টেডিয়ামের ম্যাচটিই তার প্রমাণ। লাতিন আমেরিকান দুই ফরোয়ার্ডের সামনে পাত্তাই পায়নি গেতাফে। অবশ্য শুধু এই দুজনের কথা বললে অন্যায়ই হবে, চোট কাটিয়ে ফেরা সের্হি রবার্তোর অসাধারণ ওই ফ্লিক, কিংবা মাপা ক্রসটিই তো তৈরি করে দিয়েছে বার্সার জয়ের পথ। প্রশংসা পাবেন মাঝমাঠ থেকে একের পর এক বলের জোগান দেওয়া সের্হিয়ো বুশকেৎস। এক মাস পর মাঠে নেমে কাটানো ৩০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাও দেখিয়ে গেছেন চোট কেড়ে নিতে পারেনি তাঁর ধার। সব মিলিয়ে দলীয় প্রচেষ্টাতেই লিগে টানা তৃতীয় জয় পেল কাতালান ক্লাবটি।
আবারও নেইমার-সুয়ারেস
৩৭ মিনিটে সাফল্য পায় সফরকারীরা সুয়ারেসের লক্ষ্যভেদে। যদিও এই গোলটিতে উরুগুইয়ান স্ট্রাইকারের লক্ষ্যভেদ করার চেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন রবার্তো। নেইমারের ক্রস বক্সের সামান্য বাইরে থেকে এই তরুণ মিডফিল্ডারের ফ্লিকটা ছিল দেখার মতো। আর ৫৮ মিনিটে রবার্তোর ক্রস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তাতে ৯ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনা মাঠে নামার আগেই পেয়েছিল রিয়াল মাদ্রিদের জয়ের খবর। সান্তিয়াগো বার্নাব্যুতে লা পালমাসের বিপক্ষে মাদ্রিদের ক্লাবটি পেয়েছে ৩-১ গোলের জয়। এই জয়ে ১০ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল এককভাবে শীর্ষে বসলেও গেতাফের বিপক্ষে জয়ে তাদের ধরে ফেলেছে বার্সা। এদিকে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৩-২ গোল জিতে ফেরায় ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেল্তা ভিগো। আর ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে পঞ্চম স্থানে ভিয়ারিয়াল।
শীর্ষস্থানের আসল লড়াইটা ছিল আসলে ইতালিয়ান লিগে। যে দল জিতবে তারাই এককভাবে বসবে শীর্ষস্থানে, এই সমীকরণ সামনে রেখে স্যান সিরোয় মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান-রোমা। গ্যারি মেদেলের লক্ষ্যভেদে উত্তেজনায় ঠাসা ম্যাচটি ১-০ গোলে জিতে শীর্ষে বসেছিল ইন্টার। অবশ্য গতকাল ফ্রোসিনোনকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে ফিওরেন্তিনা। ‘তুরিন ডার্বি’তে জয়ের পথে ফিরেছে জুভেন্টাস। ইনজুরি টাইমের শেষ মিনিটে হুয়ান কারদাদোর নাটকীয় গোলে তোরিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটাও জমে উঠেছে বেশ। পয়েন্ট টেবিলে গায়ে গা লাগিয়ে হাঁটছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। নিকোলাস ওতামেন্দি ও ইয়াইয়া তোরের লক্ষ্যভেদে নরউইচ সিটিকে ২-১ গোলে হারানো ম্যানসিটির পয়েন্ট ২৫। সোয়ানসি সিটির মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফেরা আর্সেনালের পয়েন্টও তাদের সমান। তবে গোল ব্যবধানে শীর্ষস্থানটা ধরে রেখেছে সিটিজেনরাই। যদিও সুযোগ নষ্ট করেছে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে তারা গোলশূন্য ড্র করে আসার সুযোগটা অবশ্য কাজে লাগিয়েছে লিস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে যে উঠে এসেছে তারা।
বাংলাদেশ সময়: ২০:০৪:২১ ২৭৫ বার পঠিত