রবিবার, ১ নভেম্বর ২০১৫
সময় প্রকাশনার প্রকাশককে হত্যার হুমকি!!
Home Page » আজকের সকল পত্রিকা » সময় প্রকাশনার প্রকাশককে হত্যার হুমকি!!বঙ্গ-নিউজ ডটকমঃ
এবার সময় প্রকাশনার প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে এ হুমকি দেওয়া হয়। ফরিদ আহমেদ বলেন, সকাল ১০টার দিকে ০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএস আসে। সেখানে লেখা, ‘নাস্তিকদের অনেক বই ছেপেছো তুমি, তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ নিচে লেখা রয়েছে, আল আহরার, ইউকে। হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে তিনি বলেন, ”পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। বন্ধুদের সঙ্গে আলোচনার পর কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”
শনিবার জাগৃতি প্রকাশনার প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে মারাত্মক জখমের পরই এ ধরনের হুমকির বার্তা এলো। এই দুই প্রকাশকই নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই ছেপেছিলেন। শনিবার দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয় ও বিকালে শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ে ওই হামলার ঘটনা দুটি ঘটে।
শুদ্ধস্বরের হামলায় টুটুল ছাড়াও লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাগৃতি থেকে অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ ও ‘অবিশ্বাসের দর্শন’ বই দুটি প্রকাশিত হয়। ‘সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান’ ও ‘শূন্য থেকে মহাবিশ্ব’ বই দুটি প্রকাশ করে শুদ্ধস্বর।
বাংলাদেশ সময়: ১১:৪০:৪৫ ৩৩২ বার পঠিত