শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
ঙ্গোপাসগরে নিম্নচাপ: ৩ নং সতর্ক সংকেত জারি
Home Page » জাতীয় » ঙ্গোপাসগরে নিম্নচাপ: ৩ নং সতর্ক সংকেত জারিবঙ্গনিউজ ডটকমঃ চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ককতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব ধরনের মাছ নৌকা ও মাছ ধরার ট্রলারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
খবর বাসসের।
বাংলাদেশ সময়: ১৮:১৩:১৮ ৩১১ বার পঠিত