শনিবার, ৩১ অক্টোবর ২০১৫

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১৫ জনের মৃত্যু।

Home Page » আজকের সকল পত্রিকা » ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১৫ জনের মৃত্যু।
শনিবার, ৩১ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি বাজারে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ছয় শিশু রয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাজারে আটকা পড়ায় তাদের মৃত্যু ঘটে। পুলিশ একথা জানায়।

পুলিশের প্রধান পরিদর্শক জোয়েল তুতুহ এএফপিকে বলেন, নিহতরা অগ্নিকান্ডের সময় তালাবদ্ধ ওই ভবনে ঘুমাচ্ছিল। বৈদ্যুতিক তারের ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ভোর হওয়ার আগেই এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, ওই বাজারের বিভিন্ন দোকানদার ও তাদের পরিবার তাদের ব্যবসা দেখভাল করতে ফিলিপাইনের বন্দর নগরী জাম্বোয়াংগার জরাজীর্ণ এ বাজারের ভেতরে নিয়মিতভাবে রাত কাটাতো। এদের অধিকাংশ কাপড় ও সবজির দোকানদার ছিল।

রাতে ওই ভবনের সকল প্রবেশ ও বের হওয়ার পথের মধ্যে কেবলমাত্র একটি খোলা থাকে।

তুতুহ বলেন, নিহতরা অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের ভেতরে আটকা পড়েছিল। এ ঘটনায় তারা বের হওয়ার পথ খুঁজে পায়নি।

তিনি জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে দু’জনের বয়স মাত্র এক বছর। তিনি আরো জানান, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ অপর ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফিলিপাইনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সেখানে বিভিন্ন বাজার ও কারখানার পাশাপাশি বস্তিতে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত মে মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর উপকণ্ঠে জুতা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭২ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৮   ৩৭৫ বার পঠিত