শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
জাতীয় সংসদ নিয়ে টিআইবির মন্তব্য ঔদ্ধত্যপূর্ণ : ডেপুটি স্পিকার ।
Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় সংসদ নিয়ে টিআইবির মন্তব্য ঔদ্ধত্যপূর্ণ : ডেপুটি স্পিকার ।বঙ্গ-নিউজ ডটকমঃ
জাতীয় সংসদকে পুতুল নাচের ঘর বলায় টিআইবির ঔদ্ধত্যপূর্ণ অতিরঞ্জিত ও পক্ষপাতদুষ্ট বক্তব্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। তিনি বলেন, “যারা পুতুল নাচায় টিআইবি তাদের দ্বারাই নাচছে। যে সংসদে সংবিধান এবং আইন তৈরি হয় সেই সংসদকে নিয়ে যাঁরা এমন মন্তব্য করেন তাঁরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়।”
আজ শনিবার দুপুরে জেলার লালপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজতি এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডেপুটি স্পিকার। বাংলাদেশে টিআইবির কার্যক্রম নিয়ে তিনি আরো বলেন, “টিআইবির হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসে। তাদের সে টাকার উৎস খুঁজে বের করার পাশাপাশি টিআইবির কার্যক্রম সরকারের বন্ধ করে দেওয়া উচিত।”
লালপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব : জাতীয় ও আন্তর্জাতিক অর্জন’ শীর্ষক সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩৪ ৩৪৬ বার পঠিত