শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
টাঙ্গাইলে শেষ হলো ইজতেমা, লাখো মানুষের ঢল।
Home Page » আজকের সকল পত্রিকা » টাঙ্গাইলে শেষ হলো ইজতেমা, লাখো মানুষের ঢল।
বঙ্গ-নিউজ ডটকমঃ
টাঙ্গাইলে তিন দিনব্যাপী আয়োজিত ইজতেমা আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দুপুর সোয়া ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মাখরাজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আহম্মেদ।
মোনাজাতে অংশ নিতে দুই লক্ষাধিক মুসল্লির ঢল নামে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল মাখরাজ মসজিদসংলগ্ন কেন্দ্রীয় ঈদগা ময়দান, আউটার স্টেডিয়াম, ভাসানী হল, শহীদ মিনার চত্বর, পৌর উদ্যানসহ আশপাশের স্থানে ধর্মপ্রাণ মানুষের ভিড় জমে। শহরের বিভিন্ন ভবনের ছাদেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেয় মানুষ। মোনাজাতে দেশ, জাতিসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় সমবেত হন। দেশের বাইরে থেকে আরব, আমেরিকা, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পার্শবর্তী ভারতের মুসল্লিরাও ইজতেমায় উপস্থিত হন। ইজতেমাকে কেন্দ্র করে আশপাশে ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা। ইজতেমা ময়দানের প্রবেশপথে সার্বক্ষণিক নিয়োজিত ছিল ১১১ জন পুলিশ ও ৪০ জন কমিউনিটি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৫১ ৩৩২ বার পঠিত