শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
দুঃসময় কাটবে মরিনহোর!!
Home Page » আজকের সকল পত্রিকা » দুঃসময় কাটবে মরিনহোর!!বঙ্গ-নিউজ ডটকমঃ
নেই বরুশিয়া ডর্টমুন্ড, নেই রিয়াল মাদ্রিদও, তবু সিগন্যাল ইডুনা পার্কের ম্যাচটি আজ সামনে আসতে বাধ্য। চেলসি-লিভারপুলের ম্যাচের আবহে মিশে থাকছে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ম্যাচটি। রিয়ালের মতো তারকাখচিত দল নিয়ে ওভাবে বিধ্বস্ত হবেন, সেটা হোসে মরিনহো ঘুণাক্ষরেও ভাবেননি। আর সেই ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপের বিপক্ষে আবারও দল সাজাতে গিয়ে পর্তুগিজ কোচের স্মৃতির অতল থেকে হতাশার ছবিটা বেরিয়ে না এসে পারেই না। চাকরি টিকিয়ে রাখার মিশনে লিভারপুলের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে পুরনো হিসাবটা আরো তাতিয়ে দিচ্ছে তাঁকে, পারবেন ‘এক ঢিলে দুই পাখি’ মারতে?
ঢিল তো নিজেদের গায়েই এসে লাগছে চেলসির। লিগে হারতে হারতে পয়েন্ট টেবিলের এখন ১৫ নম্বরে। লিগ কাপ থেকে তো বিদায়ই নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। স্টোক সিটির বিপক্ষে ওই হারের পর ব্লুদের চাকরি আরো নড়বড়ে হয়ে গেছে মরিনহোর। ব্রিটিশ মিডিয়ার খবর, লিভারপুলের বিপক্ষে ম্যাচটিতে চেলসিকে ছন্দে ফেরাতে না পারলে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে সাবেক রিয়াল কোচের। যদিও বাঁচা-মরার এই লড়াইয়ে ক্লপ-বাধা ডিঙাতে পারবেন কিনা, সেটাই দেখার। লিগ কাপ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল ক্যারিয়ারে প্রথম জয় পেয়েছেন ক্লপ। তাই স্টামফোর্ড ব্রিজে বেশ ফুরফুরে মেজাজে যাচ্ছেন দল নিয়ে। টানা আট ম্যাচ চেলসিকে হারাতে ব্যর্থ লিভারপুল শেষবার ওখান থেকে জিতে ফিরেছিল ২০১১ সালে। এসব পরিসংখ্যান মরিনহোকে এগিয়ে রাখলেও প্রতিপক্ষের ডাগ আউটে ক্লপ নামের একজন আছেন বলেই এবারের হিসাবটা আলাদা।
চেলসি-লিভারপুল যখন ছন্দ ফেরার মিশনে নামছে, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির চোখ তখন লিগ টেবিলের শীর্ষে। দুই দলের পয়েন্ট সমান ২২, তাই নরউইচ সিটির বিপক্ষে ম্যানসিটির জয়টা যেমন জরুরি, তেমনি সোয়ানসি সিটির মাঠে কোনো মতেই পয়েন্ট হারানো চলবে না গানারদের। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অতিথি হয়ে যাচ্ছে ক্রিস্টাল প্যালেসের মাঠে।
লা লিগায় উত্তেজনা ছড়ানো কোনো ম্যাচ নেই। বরং রিয়াল মাদ্রিদ আজ লা পালমাসের জালে কতবার বল জড়াবে কিংবা গেতাফের মাঠে গিয়ে এবার বার্সেলোনা জিতে ফিরতে পারবে কি না, সেটা নিয়েই চলছে আলোচনা। পালমাসের ম্যাচ দিয়ে সম্ভবত মাঠে ফিরছেন হামেস রোদ্রিগেস, করিম বেনজিমা ও পেপে। যদিও চোটের কারণে খেলা হচ্ছে না গ্যারেথ বেলের। বার্সেলোনার চোট সমস্যা তো আরো বেশি। মেসি-ইনিয়েস্তাদের চোটের সঙ্গে আবার যোগ হয়েছে হাভিয়ের মাসচেরানোর নিষেধাজ্ঞা।
এদিকে জমে ওঠা ইতালিয়ান লিগে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান-এএস রোমা। স্যান সিরোর ম্যাচটিতে রোমাকে হারাতে পারলে শীর্ষস্থান দখলে নিতে পারবে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ইন্টার। আর ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা রোমা জিতলে আরো সুসংহত হবে জায়গাটা। ‘তুরিন ডার্বি’র দিকে তাকিয়ে আছে ইতালির ফুটবলপ্রেমীরা। খেই হারানো জুভেন্টাস নগরপ্রতিপক্ষ তোরিনোর বিপক্ষে ছন্দে ফিরতে পারে কি না, সেটা জানার আগ্রহও যে চরমে।
বাংলাদেশ সময়: ১১:৫৫:১৩ ৪২০ বার পঠিত