বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
গুগল ফটোজে ৩৮ লাখ গিগাবাইট ছবি, ভিডিও!
Home Page » আজকের সকল পত্রিকা » গুগল ফটোজে ৩৮ লাখ গিগাবাইট ছবি, ভিডিও!বঙ্গ-নিউজ ডটকমঃ
অনলাইনে ছবি সংরক্ষণের কাজে নিয়োজিত ‘গুগল ফটোজ’-এ ছবি ও ভিডিওর পরিমাণ শুনে চমকে উঠবে অনেকেই। মে মাসে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮ লাখ গিগাবাইট ছবি ও ভিডিও সংগ্রহ করেছে অ্যাপটি। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার ব্যবহারকারীরাও অ্যাপটি কাজে লাগিয়ে নিজেদের ডিভাইসে থাকা ছবি ও ভিডিও অনলাইনে সংরক্ষণ করতে পারে। তবে অ্যাপটির বিরুদ্ধে ব্যবহারকারীদের অজান্তেই ডিভাইসে থাকা ছবি সংগ্রহ করার অভিযোগ উঠেছে। অ্যাপটি ইনস্টল করলেই ডিভাইসে থাকা সব ছবি ব্যবহারকারীদের অজান্তেই অনলাইনে সংরক্ষিত হতে থাকে। আনইনস্টল করলেও ছবির আপলোড চলতে থাকে। গুগল জানিয়েছে, অ্যাপটি ইনস্টলের সময় যদি ব্যবহারকারীরা সেটিংস মেন্যুতে ক্লাউডের জন্য স্বয়ংক্রিয় ছবি আপলোড সুবিধা চালু রাখেন, তবে নিজ থেকেই অনলাইনে ছবি আপলোড হবে। সেটিংস মেন্যু থেকে ফটো ব্যাকআপ সুবিধা বন্ধ করে এ থেকে রক্ষা পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২২:০০:২৪ ৩৫৫ বার পঠিত