বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫

আফগানিস্তানের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়।।

Home Page » আজকের সকল পত্রিকা » আফগানিস্তানের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়।।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

আরো একটি ঐতিহাসিক প্রথমের জন্ম দিলো আফগানিস্তান। আইসিসির পূর্নাঙ্গ মর্যাদার একটি দলকে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারালো তারা। বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে তারা জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়েছে ৫ উইকেটে। ১ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস ম্যাচটি জিতেছে তারা। তাতে ২-০ তে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ওয়ানডে সিরিজ জিতেও ইতিহাস সৃষ্টি করেছিল আফগানরা।

৭ উইকেটে ১৯০ রান করেছিল জিম্বাবুয়ে। সংগ্রহটা অনেক বড়। কিন্তু উজ্জীবীত আফগানদের সামনে তা পাহাড় হয়ে উঠতে পারেনি। ওপেনার উসমান ঘানি ও অল রাউন্ডার গুলবদন নাইব ফিফটি করে দলকে জিতিয়েছেন। ঘানির বিদায়ের পর নাইব অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। তার ক্যারিয়ারের প্রথম ফিফটিটা অনেক মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে। যাতে এসেছে জয়। তাতে শন উইলিয়ামসের জিম্বাবুয়ের দ্রুততম ফিফটির রেকর্ড ছোঁয়া ইনিংসটি বৃথা গেছে।

বোলাররা পারেন নি বড় সংগ্রহ থেকে জিম্বাবুয়েকে রুখতে। কিন্তু আফগান ব্যাটসম্যানরা হতাশ করেন নি। মোহাম্মদ শাহজাদ ও ঘানির ওপেনিং জুটিতে চলে আসে ৯৫ রান। একাদশ ওভারেই শত রানের কাছে গিয়ে দাঁড়ায় জিম্বাবুয়ে। এরপর ঘানি ৪৫ বলে ৬৫ ও শাহজাদ ২০ বলে ২৪ রান করে ফেরেন। সেখান থেকে দলের হাল ধরেন নাইব। মোহাম্মদ নবিকে (১৫) নিয়ে দলকে ১৩৩ রানে নিয়ে যান। বাকি সময়টা অন্য ব্যাটসম্যানদের একপ্রান্তে রেখে খেলে গেছেন নাইব। ৩১ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রানে অপরাজিত থেকেছেন নাইব। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আর তার দল পেয়েছে ঐতিহাসিক জয়।

তার আগে ২১ বলে ৫০ করেছিলেন শন উইলিয়ামস। ২৬ বলে ৫৪ রান করে নেন বিদায়। তবে জিম্বাবুয়ের ইনিংসে অবদান আছে মুতুম্বানি, অধিনায়ক চিগাম্বুরা, সিকান্দার রাজাদের। মুতুম্বানি ৪৩ রান করেছেন। ৩৩ রান এসেছে চিগাম্বুরার ব্যাট থেকে। আর ২১ রান করেছেন ওপেনার সিকান্দার। নিচের দিকে ওয়ালার ১২ ও মাদজিভা ১১ রান (অপরাজিত) করেছেন। তাতে করে যে সংগ্রহটি জিম্বাবুয়ে পেয়েছিল তা ধরে রেখে জেতা হয়নি।

বাংলাদেশ সময়: ৯:২৩:৫০   ৪০৪ বার পঠিত