বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির অভিযোগ সঙ্গীত শিল্পী প্রীতমের ।
Home Page » আজকের সকল পত্রিকা » ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির অভিযোগ সঙ্গীত শিল্পী প্রীতমের ।বঙ্গ-নিউজ ডটকমঃ
নেছার এ নিশানঃ
গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জটিলতা এড়ানোর ঘোষণা দিয়ে শুরু হয়েছিল তা ডিজিটাল করবার প্রক্রিয়া। তবে এবার এ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগ আনলেন সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। এক ফেসবুক স্টাটাসে তিনি সড়ক পরিবহনমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছেন, কয়েক লাখ লাইসেন্স নবায়ন করতে কত বছর লাগবে। বুধবার নিজের ভেরিফাইড পেজে সেতুমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করা এক স্ট্যাটাসে এ প্রশ্ন করেন তিনি। নিজের চারমাসেরও বেশি সময় ধরে এই লাইসেন্স না পাওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। নিচে তার স্টাটাসটি হুবুহু প্রিয়.কমের পাঠকেদের জন্য তুলে ধরা হলো:
ফেসবুকে প্রীতম লিখেন,
‘মাননীয় যোগাযোগ মন্ত্রী Obaidul Quader ।ওবায়দুল কাদের আমার একটা ড্রাইভার লাইসেন্স ডিজিটাল পদ্ধতিতে নবায়নের আবেদন করেছি গত জুন মাসের ১৪ তারিখ | প্রায় ৪ মাস মানে ১২০ দিন পরে গত ২৭ সেপ্টেম্বর তা ডেলিভারির তারিখ থাকায় কল করে জানতে পারলাম এখনও ঐ লাইসেন্সের কোন অগ্রগতি হয়নি এবং আরো ২০ দিন পরে যোগাযোগ করতে | এবং কাল পরশু গাজীপুর অফিসে গিয়ে সেই তারিখ পর্যন্ত নবায়ন বাড়িয়ে আনতে | আমার প্রশ্ন হচ্ছে ঘুষ না দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে একটি ড্রায়ভার লাইসেন্স নবায়ন করতে যদি ১২০ দিনের বেশি সময় লাগে তাহলে দেশের কয়েক লাখ লাইসেন্স নবায়ণ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের কত বছর লাগবে ? নাকি যত আশাবাদ সব কথার কথা ?’
ছবি: স্ট্যাটাসের সাথে সংযুক্ত মানি রিসিট
বাংলাদেশ সময়: ০:৪৩:২৪ ১৪২২ বার পঠিত