শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫

হাতে অতিরিক্ত তিল ক্যান্সারের কারণ?

Home Page » এক্সক্লুসিভ » হাতে অতিরিক্ত তিল ক্যান্সারের কারণ?
শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫



bbc pic_100642

বঙ্গ-নিউজ ডটকমঃ

গবেষকরা বলছেন, কোন ব্যক্তির ডান হাতে যদি ১১টির বেশি তিল বা আঁচিল থাকলে সেটি ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। শরীরের তুলনায় ডান হাতে বেশি তিল থাকা ত্বকের ক্যান্সারের পূর্ব লক্ষণ। ব্রিটেনের প্রায় তিন হাজার জনের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, তিল বা আঁচিলের যেকোনো অস্বাভাবিকতাই ক্যান্সারের লক্ষণ হতে পারে। গবেষকদের মতে, শরীরে তিল বা আঁচিলের সংখ্যা থেকে ত্বকের ক্যান্সারের বিষয়ে ধারণা করা যায়। কিংস কলেজ লন্ডনের গবেষকেরা প্রায় আট বছর ধরে নারীদের ওপর গবেষণা চালিয়েছেন এবং সেসব নারীদের ত্বকের ধরন, তিল ও আঁচিলের সংখ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করেন। এর পাশাপাশি ত্বকের বিশেষ এক ধরণের ক্যান্সার যেটিকে মেলানোমা বলা হয় ওই মেলানোমায় আক্রান্ত চারশোজন নারী ও পুরুষের ওপর গবেষণা চালান গবেষক দল। গবেষণা ফলাফলে দেখা যায়, যেসব নারীর ডান হাতে সাতটির বেশি তিল বা আঁচিল রয়েছে, তাদের ত্বকের ক্যান্সারের ঝুঁকি বেশি। আর যাদের ডান হাতে ১১টির বেশি তিল বা আঁচিল রয়েছে এবং সারা শরীরে একশোটির বেশি তিল বা আঁচিল রয়েছে, তাদের মেলানোমার ঝুঁকি অনেক বেশি। গবেষকদের মতে, শরীরে কোন তিল বা আঁচিল দেখে অস্বাভাবিক মনে হলে বা ব্যথা হলে অবশ্যই তাড়াতাড়ি কোন ত্বকের ডাক্তারের কাছে যেতে হবে। প্রয়োজনে সতর্ক ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ৯:৩১:৪১   ৩৬৯ বার পঠিত