বুধবার, ২১ অক্টোবর ২০১৫
অনিবন্ধিত সিমের জন্য অপারেটরদের সিম প্রতি পঞ্চাশ ডলার জরিমানা।
Home Page » আজকের সকল পত্রিকা » অনিবন্ধিত সিমের জন্য অপারেটরদের সিম প্রতি পঞ্চাশ ডলার জরিমানা।
বঙ্গ-নিউজ ডটকমঃ
আগামী মে মাস থেকে অনিবন্ধিত সিমের জন্য অপারেটরদের সিম প্রতি পঞ্চাশ ডলার জরিমানার বিধান কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর জানুয়ারি-মার্চ পর্যন্ত তাদের তিন মাস সময় দিচ্ছি। এরপর এপ্রিল মাসে এটি যদি করা না হয় তাহলে সিম প্রতি জরিমানার যে বিধান রয়েছে সেটি প্রযোজ্য হবে।
অপারেটরদের এনআইডি এক্সেস দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে অপারেটরদের আর কোনো যুক্তি থাকবে না।
বাংলাদেশ সময়: ৯:১৩:৫৫ ৩০৬ বার পঠিত