সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণের বিপক্ষে স্লোভেনিয়া।
Home Page » আজকের সকল পত্রিকা » অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণের বিপক্ষে স্লোভেনিয়া।বঙ্গ-নিউজ ডতকমঃ
স্লোভেনিয়া সতর্ক করে দিয়ে বলেছে, তাদের পক্ষে অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণ করা সম্ভব না, যদি না দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশী অস্ট্রিয়া বলে যে এদের ঢুকতে দেয়া হবে। অন্যদিকে, হাঙ্গেরি অভিবাসীদের জন্যে তাদের সীমান্ত বন্ধ করার পর দক্ষিণের প্রতিবেশী ক্রোয়েশিয়া প্রতিদিন ৫০০০ অভিবাসীকে গ্রহণ করতে স্লোভেনিয়ার প্রতি আহবান জানিয়েছে। স্লোভেনিয়া বলছে, এর অর্ধেক পরিমাণ অভিবাসীকে তারা গ্রহণ করবে। দেশটি বলেছে, এখন থেকে রোজ সর্বোচ্চ ২৫০০ অভিবাসীকে সীমানা অতিক্রম করার অনুমতি দেয়া হবে। তবে প্রতিদিন সর্বোচ্চ ৫০০০ শরণার্থীকে স্লোভেনিয়ার সীমানায় প্রবেশের অনুমতি দিতে এক সময় স্লোভেনিয়াকে অনুরোধ জানিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র ক্রোয়েশিয়া। কিন্তু স্লোভেনিয়ার পক্ষে ক্রোয়েশিয়ার অনুরোধ রাখা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ হিসেবে তারা বলছে, অস্ট্রিয়া দৈনিক ১৫০০ অভিবাসী নেবে বলে একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছে। সুতরাং তাদের পক্ষে রোজ ৫০০০ করে অভিবাসী গ্রহণ সম্ভব নয়। স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ায় অভিবাসী হিসেবে যারা আসছেন, তাদের অধিকাংশই আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের নাগরিক। আর তারা জার্মানি, নরওয়ে ও অস্ট্রিয়ার মত পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর উদ্দেশ্যেই স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়াকে মূলত ট্রানজিট হিসেবেই ব্যবহার করছে। এদিকে, তুরস্ক বলেছে, ইউরোপে শরণার্থীর ঢল কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে জামার্নির সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। আরো কয়েকে হাজার মানুষ এখন তুরস্ক হয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে। ইস্তাম্বুলে জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে রাজি হয়েছেন। সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৩:০৯:৪৯ ২৫২ বার পঠিত