সোমবার, ২৭ মে ২০১৩
পাকিস্তান সফরের কথা ভাবছে আয়ারল্যান্ড!
Home Page » খেলা » পাকিস্তান সফরের কথা ভাবছে আয়ারল্যান্ড!তোহা,বঙ্গ-নিউজ ডটকমঃ পাকিস্তানকে আয়ারল্যান্ড স্বল্প প্রতিশ্রুতিতে প্রতিদান দিতে চাইলো হয়তো। গতকাল আইরিশ ক্রিকেট বোর্ড কর্তা ওয়ারেন ডিউট্রম বলেন, পাকিস্তান সফরের কথা ভাবছে আয়ারল্যান্ড। অবশ্য তিনি এও বলেন, পাকিস্তানে সর্বোচ্চ নিরাপদ পরিস্থিতি এবং আইরিশ বোর্ডের হাতে আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে আগে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল প্রেস এসোসিয়েশনকে আইরিশ ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাহী ডিউট্রম বলেন, আমরা দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)কে বলতে চাই, আমরা পাকিস্তান সফরে যেতে চাচ্ছি। এক্ষেত্রে আমন্ত্রণ পেলে আমরা পাকিস্তান সফরের বিষয়টি গভীরভাবেই চিন্তা করবো। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে আমাদের খেলোয়াড়দের সঙ্গেও এ নিয়ে কথা বলবো।’ এর আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেও নিরাপত্তার প্রশ্নে তা আপনি বাতিল করেছিলেন- মিডিয়ার এমন কথায় আইরিশ বোর্ড কর্তা শোনালেন ভিন্ন কথা। ডিউট্রম বলেন, আমি তেমন বলিনি। খবরে আমার বক্তব্য বিকৃত হয়ে উপস্থাপিত হয়েছিল। বরং আমরা পাকিস্তান বোর্ডের দুঃখটা বেশিই বুঝি। ১৯৭০ থেকে টানা তিন দশক ক্রিকেট খেলুড়ে দলগুলোকে আমাদের উত্তর আয়ারল্যান্ড সফরে নিতে লাগাতার ব্যর্থ হচ্ছিলাম আমরা। পাকিস্তান ক্রিকেটপাগল দেশ। এতে দেশটিতে ক্রিকেটের ভবিষ্যৎ ও বোর্ডের আয়-রোজগার নিয়ে পিসিবি’র চিন্তায় পড়ার কথা।’ আয়ারল্যান্ড দলকে পাকিস্তান সফরে নিতে পিসিবি জোর তৎপরতা দেখাচ্ছিল বাংলাদেশ ‘না’ বলে দেয়ার পরপরই। এজন্য পিসিবি আইরিশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছিল। কিন্তু নিরাপত্তার একই সমস্যা দেখিয়ে তখন পাকিস্তান সফরের আমন্ত্রণ ফিরিয়ে দেয় আইরিশ বোর্ড। তবে গতকাল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নির্বাহী বলেন, আগামী জানুয়ারিতে পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা রয়েছে। নিরাপত্তা নিশ্চত হলে আমরা পাকিস্তান সফরেও যেতে রাজি, নয়তো এ সিরিজ হবে আরব আমিরাতে। তবে পাকিস্তান সফরের সম্ভাব্যতা নিয়ে আমরা পিসিবি’র সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে সশস্ত্র হামলার ঘটনার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রেখেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে উপমহাদেশে সর্বশেষ বিশ্বকাপ আয়োজনেও নাম কাটা যায় পাকিস্তানের। আয়ারল্যান্ড ক্রিকেট দলের সর্বশেষ সফরটি ছিল ২০১০ মওসুমে জিম্বাবুয়েতে। তবে নিরাপত্তার প্রশ্নে সেবার আইরিশ বোর্ডকে আয়ারল্যান্ডের সংশ্ল্লিষ্ট মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরও অনেকটা নিশ্চিতই করে ফেলেছিল বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার প্রশ্নে তখন মন্ত্রণালয় অনুমতি না দেয়ায় আটকে যায় পাকিস্তান সফর।
বাংলাদেশ সময়: ১৩:০৭:২৩ ৪৪৭ বার পঠিত