সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
২ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১
Home Page » আজকের সকল পত্রিকা » ২ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১বঙ্গ-নিউজ ডটকমঃ
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার অবৈধ ভিওআইপির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় এর সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে লালবাগ এলাকায় অভিযান চালায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান। এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, ৫ এপিবিনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচটি অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি, শতাধিক অবৈধ মোবাইল সিমকার্ড, রিসিভার বক্স, কানেক্টরস, মনিটর, ল্যাপটপ, আউটডোর এন্টিনা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা জানিয়েছেন উদ্ধারকৃত ভিওআইপি যন্ত্রপাতি ব্যবহারের ফলে সরকার প্রায় ৪০-৬০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হতো। উদ্ধার যন্ত্রপাতির মূল্য প্রায় দুই কোটি টাকা। লালবাগ থানায় উদ্ধারকৃত ভিওআইপি যন্ত্রপাতি ও আসামিকে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার মামুন সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শ্রীরামপুর এলাকার জয়নাল আহম্মেদের ছেলে।
বাংলাদেশ সময়: ১৩:০১:৪৭ ২৪৫ বার পঠিত