বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
আসছে পেপসির স্মার্টফোন
Home Page » আজকের সকল পত্রিকা » আসছে পেপসির স্মার্টফোনবঙ্গনিউজ ডটকমঃস্মার্টফোন প্রস্তুত করতে মাঠে নেমেছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরের সত্যতা নিশ্চিত করেছে। চীনের বাজারের জন্য স্মার্টফোনটি তৈরি করা হচ্ছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
পেপসির নামের সাথে সাদৃশ্য রেখে স্মার্টফোনটির নামকরণ করা হয়েছে পেপসি পি১। ৫.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটির ৠাম দুই গিগাবাইট, প্রসেসর ১.৭ গিগাহার্জ। অ্যান্ড্রয়েডের ৫.১ ললিপপ ভার্সনে চলবে পেপসি পি১। যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হ্যান্ডসেটটির ডিসপ্লের হোমস্ক্রিনে লাল, সাদা ও নীল রঙে পেপসির লোগো ভেসে রয়েছে। পেছনের দিকে রয়েছে পেপসির লোগো।
তবে হ্যান্ডসেটটির ডিজাইন পেপসি নিজেই না-কি অন্য কেউ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে দুইশ’ ৫ ডলার।
বাংলাদেশ সময়: ০:১৭:৪৮ ৩৫৬ বার পঠিত