মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
সিরিয়ায় বিমান থেকে বিদ্রোহীদের অস্ত্র ফেলেছে যুক্তরাষ্ট্র ।
Home Page » আজকের সকল পত্রিকা » সিরিয়ায় বিমান থেকে বিদ্রোহীদের অস্ত্র ফেলেছে যুক্তরাষ্ট্র ।বঙ্গ-নিউজ ডটকমঃ
সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সহায়তার জন্য বিমান থেকে ৪৫টন অস্ত্র ফেলেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, হাসাখেহ প্রদেশে যুদ্ধবিমানের পাহারায় সি-১৭ বিমান থেকে এসব অস্ত্র ফেলা হয়। এসবের মধ্যে হালকা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণের ব্যয়বহুল একটি প্রকল্প বাতিলের ঘোষণার দেয়ার পর এই অস্ত্র সরবরাহের খবর আসলো। ওই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল পাঁচশ’ মিলিয়ন মার্কিন ডলার। ওই অর্থ বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলা অব্যাহত হয়েছে। সেখানে সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার সামরিক হস্তক্ষেপ সিরিয়া সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। আইএস দমনের কথা বলে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। তবে রাশিয়া আইএস নয়, বরং আসাদবিরোধী বিদ্রোহী দলের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তা রূপ নেয় গৃহযুদ্ধে। প্রায় সাড়ে চার বছর ধরে চলা সংঘাতে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহারা হয়েছে এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে আইএস।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:১৯ ৩০৯ বার পঠিত