রবিবার, ১১ অক্টোবর ২০১৫
কর ব্যবস্থার উন্নয়নে অর্থ দেবে বিশ্বব্যাংক
Home Page » অর্থ ও বানিজ্য » কর ব্যবস্থার উন্নয়নে অর্থ দেবে বিশ্বব্যাংকবঙ্গনিউজ ডটকমঃ কর ব্যবস্থার আধুনিকীকরণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় লাখ হাজার কোটি টাকা।
পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা চলছে। শনিবার সন্ধ্যায় বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের একটি কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে নির্ধারিত বৈঠকে এ আর্থিক সহায়তার ঘোষণা দেয়। দাতা সংস্থা বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।
বৈঠকে বাংলাদেশে বিশ্বব্যাংকের ক্রমবর্ধমান অর্থ সহায়তা ও কার্যক্রম (পোর্টফোলিও) নিয়ে আলোচনা হয়। এ সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে। ৮০ টাকা ডলারের বিনিময় হার ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৬ ৩৪২ বার পঠিত