রবিবার, ১১ অক্টোবর ২০১৫

তুর্কি বাহিনীর গুলিতে রুশ জঙ্গিবিমান ভূপাতিত!!

Home Page » আজকের সকল পত্রিকা » তুর্কি বাহিনীর গুলিতে রুশ জঙ্গিবিমান ভূপাতিত!!
রবিবার, ১১ অক্টোবর ২০১৫



 122120_1122120_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

তুরস্কের বিমানবাহিনী রাশিয়ার একটি মিগ-২৯ জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে সামাজিক গণমাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের হুরিয়াতান এলাকার আকাশে বিস্ফোরণ ও তিনটি তুর্কি যুদ্ধবিমানের চক্কর দেয়ার ঘটনার পর টুইটারসহ বিকল্প সামাজিকমাধ্যমগুলোতে এ খবর ছড়িয়ে পড়ে। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা নিয়ে মস্কোর সাথে পাশ্চাত্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জঙ্গিবিমান ভূপাতিত করার এ খবর এলো। তুরস্ক রাশিয়ার বিমান হামলার কড়া সমালোচনা করেছে এবং এর আগে তার আকাশসীমায় রাশিয়ার জঙ্গিবিমানের অনুপ্রবেশের কথা জানিয়েছে। এ বিষয়ে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকার এক খবরে বলা হয়, শুক্রবার রাতে সিরিয়ার আলেপ্পো শহরের কাছে হুরিয়াতান এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে তুরস্কের তিনটি যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যায়। স্থানীয় এক সাংবাদিক এ বিষয়ে টুইট করেন, রাতে হুরিয়াতানে রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান তুরস্কের সেখানকার সামরিক কার্যকারিতা ‘রহস্যজনকভাবে’ লক অন (এমন প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিপরে বিমান ও পেণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম তাৎক্ষণিকভাবে অকার্যকর হয়ে যায়) করে দিলে তার জবাব দেয় দেশটির এ যুদ্ধবিমানগুলো। তারপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিকে ওয়ার মনিটর নিউজ পোর্টালের খবরে বলা হয়, তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার দূরে আলেপ্পোর আকাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়েছে। তবে এটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। ওয়ার মনিটর জানায়, আঙ্কারা বা মস্কো কোনো পই এ বিষয়ে কোনো কথা না বললেও এতে সঙ্ঘাত আরো উসকে যেতে পারে। যদি ঘটনা সত্য হয়, তাহলে ন্যাটো জোটের সদস্য তুরস্কের ওপর রাশিয়া প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারে। এতে ন্যাটোও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হতে পারে। গত সপ্তাহে রুশ যুদ্ধবিমান দুই দফায় তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়াভাবে সতর্ক করে দেয়া হয়। এ নিয়ে দুই পরে মধ্যে উত্তেজনার মধ্যেই রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার খবর প্রকাশিত হলো। তবে এ ব্যাপারে সরকারি তরফে কোনো মন্তব্য করা হয়নি। রুশ বিমান হামলায় ৩০০ বিদ্রোহী নিহত তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় সিরিয়ার উত্তরাঞ্চলে ৬৭ বার বিমান হামলা চালিয়েছে তাতে আইএসের দুইজন ফিল্ড কমান্ডারসহ ৩০০ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়া টুডে পত্রিকা জানায়, দেশটির ডেপুটি চিফ অব স্টাফের লে. জে. ইগোর মাকুশেভ মস্কোয় এক ব্রিফিংকালে বলেন, তাদের বিমানবাহিনী বাশারবিরোধী ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ লিবা আল-হকের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। গ্রুপটি বাশারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ হামলায় ২০০ বিদ্রোহী নিহত হয় বলে রেডিও বার্তায় আড়ি পেতে জানা গেছে। তিনি বলেন, আলেপ্পোর কাছে হামলায় আরো ১০০ বিদ্রোহী নিহত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৮   ৩৫২ বার পঠিত