রবিবার, ১১ অক্টোবর ২০১৫

সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে ঢাকার উদ্যোগে সন্তুষ্ট এপিজি ।

Home Page » অর্থ ও বানিজ্য » সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে ঢাকার উদ্যোগে সন্তুষ্ট এপিজি ।
রবিবার, ১১ অক্টোবর ২০১৫



m a mannan

বঙ্গ-নিউজ ডটকমঃ

সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে এবং অর্থপাচার প্রতিরোধে বর্তমান সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন এন্টি মানি লন্ডারিং (এপিজি)। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এর আগে সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন অনুসন্ধানে জাতিসংঘের সংস্থা এপিজির একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এমএ মান্নান বলেন, ‘বাংলাদেশের আইন সংস্থার তদন্ত ব্যবস্থা বিকেন্দ্রীকরণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে এপিজি সন্তুষ্ট।’ তিনি জানান, ‘তারা বাংলাদেশে মোট ৪৮টি বৈঠক করবে। এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে রবিবার তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৫   ২৯১ বার পঠিত